জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা...
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আলমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউপি চেয়ারম্যান আনোয়রুজ্জামান তালুকদার নাদিম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন।
আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান, আরো বক্তব্য রাখেন ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার, আলমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দূল হালিম বাবলু , আলমপুর ইউনিয়নের সচিব সাগর কুমার। অনুষ্ঠানে আলমপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম ২০২১-২০২২ অর্থ বছরে মোট দুই কোটি ৬১ লাখ ১২ হাজার ৯২৭ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৯১ হাজার ২৬৯ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে তিন লাখ
২১ হাজার ৬৫৮ টাকা
মিজানুর রহমান/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই