জয়পুরহাট কালাইয়ে সরকারিভাবে খাদ্যগুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান চাল সং...
জয়পুরহাট কালাইয়ে সরকারিভাবে খাদ্যগুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি টুকটুক তালুকদার রবিবার (৯ মে) দুপুর ১২ টায় খাদ্যগুদামে এসে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহ-২০২১ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল বারী, চালকল মালিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানশাহ হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আলমগীর, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. এনামুল হক।
এসময় উপজেলার মাত্রাই ইউনিয়নের কৃষক পংকজ রবিদাসের কাছ থেকে একটন ধান কেনা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১১৩২ মেট্রিকটন ধান এবং মিলারদের কাছ থেকে ৩৯ টাকা কেজি দরে আতব চাল ও ৪০ টাকা কেজি দরে ৩৬০৯ মেট্রিকটন চাল সংগ্রহ করবে সরকার।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আলমগীর জানান, ৭ মে থেকে উপজেলার কৃষক ও মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যা আগামী ১৬ আগষ্ট পর্যন্ত চলবে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই