জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় এ ...
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম হোসেন জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছুম পূর্ব ধানমন্ডিতে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় মটর(পানির পাম্প) দিয়ে টাংকিতে পানি উঠানোর জন্য যান মাছুম। মটরের সঙ্গে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামীম কাদির।
কোন মন্তব্য নেই