Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

শিবগঞ্জ কিচকে রাস্তার জায়গা দখলে নি‌য়ে প্রাচীর নির্মাণ

  বগুড়ার শিবগঞ্জে কিচ‌কে দুটি কড়ইগাছ সহ পাকা সড়‌কের সরকারি জায়গা দখলে নি‌য়ে বিল্ডিং ও প্রাচীর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।  জানা গেছে, উপজেল...


 

বগুড়ার শিবগঞ্জে কিচ‌কে দুটি কড়ইগাছ সহ পাকা সড়‌কের সরকারি জায়গা দখলে নি‌য়ে বিল্ডিং ও প্রাচীর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, উপজেলার পুরাতন কিচক গ্রামের মৃত মশফিকুর রহমানের ছেলে মাছুম মিয়া শনিবার ভোর থেকে তড়িঘড়ি করে অবৈধ ভাবে কিচক-পানিতলা ও মোসলেমগঞ্জ সড়কের কিচক ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি রাস্তা সংলগ্ন দুটি কড়ই গাছ দখলে নি‌য়ে জোরপূর্ব ভাবে ইটের প্রাচীর ও বিল্ডিং নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। 

বিষয়‌টি নি‌য়ে উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম বলেন, এলজিইডি’র ওই সড়ক গুরুত্বপূর্ণ। উপজেলার সীমান্তবর্তী কালাই মোসলেমগঞ্জের ও গোবিন্দগঞ্জ পানিতলার শত শত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। তাই রাস্তা সংলগ্ন কোন বাড়ী-ঘর নির্মাণ করতে হলে ১০ ফিট দূরে করতে হবে। অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এব্যাপারে কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল শাহজাহান চৌধুরী বলেন, মাছুম মিয়া এর আ‌গেও প্রাচীর নির্মা‌নের চেষ্ঠা করা হ‌লে তা বন্ধ ক‌রে দেওয়া হয়। এবা‌রো সে কাউকে না বলেই তড়িঘড়ি করে রাস্তার জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করার চেষ্টা করে। বিষয়টি জানার পর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হ‌য়ে‌ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বাস,ট্রাক, অটোভ্যান, সিএনজি সহ বিভিন্ন যানবহন চলাচল করে। এই পালিহার গ্রামের ত্রিমুখী জায়গায় অবৈধ ভাবে তড়িঘড়ি করে ২টি কড়ই গাছ সহ প্রাচীর দিয়ে বিল্ডিং নির্মাণ কর করছে। তারা অবিলম্বে জনগণের চলাচলের স্বার্থে এই অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার দাবী জানান।


খলিলুর রহমান আকন্দ।

কোন মন্তব্য নেই

Ads Place