জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ওই কিশোরীর মা। এ ঘটনায় অভিযুক্ত ময়নুল ইসলাম সোহ...
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ওই কিশোরীর মা। এ ঘটনায় অভিযুক্ত ময়নুল ইসলাম সোহাগ (৩৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক ময়নুল ইসলাম সোহাগ জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, পাঁচবিবি পৌর শহরের মুন্সিপাড়া এলাকার ধর্ষণের স্বীকার ওই কিশোরীর ভাইয়ের সঙ্গে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দীন মুন্সির ছেলে সোহাগের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুত্বের সুবাদে বন্ধুর বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করত সোহাগ। এক পর্যায়ে বন্ধুর স্কুল পড়ুয়া ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ের প্রলোভনে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দেয়। এরই এক পর্যায়ে ভুক্তভোগীর বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এদিকে মেয়েকে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।
বাবুল হোসেন/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই