দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয়...
দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে খেলাটির উদ্বোধন হয়।
হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে,খেলাটি উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী মন্ডল, উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান মেশতাহুল জান্নাত,উপজেলা ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রহিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলায় হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা এবং ৩ টি ইউনিয়ন থেকে ৪ টি বালক ও ৪ টি বালিকা দল অংশগ্রহণ করেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই