জয়পুরহাটের ট্রাক্টর উল্টে একজন নিহত ও অপর একজন কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যাক্তি ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ...
জয়পুরহাটের ট্রাক্টর উল্টে একজন নিহত ও অপর একজন কৃষক গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যাক্তি ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ট্রাক্টর চালক আব্দুল আলীম (৫০)। গুরুতর আহত কৃষক কোমর গ্রাম এলাকার মোয়াজ্জেম হোসেন এর ছেলে আনোয়ার হোসেন (৪০)।
জানা গেছে, সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট-হিলি বাইপাস সড়কে পাশে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক নিহত হয়েছে। আহত কৃষককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই