জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া এলাকায় একটি তুলা উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পে...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া এলাকায় একটি তুলা উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শালপাড়া এলাকার সাইফুল ইসলাম সাবুর তুলা উৎপাদন কারখানায় ও রাইস মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত।
তুলা উৎপাদন কারখানা ও চাতাল মালিক সাইফুল ইসলাম সাবু বলেন, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আমার তুলা উৎপাদন কারখানার মেশিন, মজুত করে রাখা তুলা, প্রায় ৫শ’ মন ধান, রাইস মিলের মেশিন ও গুদাম ঘরের আসবাবপত্রসহ আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন দিশেহারা অবস্থায় আছি। সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অপু কুমার মন্ডল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সুত্রপাত থেকে প্রথমে তুলার মিলে ভয়াবহ আগুন লাগলে তা মুহুর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় তুলার মিলের সঙ্গে লাগানো রাইস-মিল ও ধানের গুদামেও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
নিজস্ব প্রতিবেদক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই