জয়পুরহাটের কালাই উপজেলার পাইকপাড়াতে রাস্তার ধারের সরকারি গাছ চুরির অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ মে) ভোরে গ্রেপ্তার...
পুলিশ জানান, বুধবার ভোর রাত ৩ টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার টু মোসলেমগঞ্জ সড়কের পাইকগাছা গ্রামের সরকারি গাছ কাটার সময় পুলিশ গাছ সহ তিনজনকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ মামলা হয়। গ্রেপ্তাকৃতরা হলো জেলার, কালাই উপজেলার সারুঞ্জা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রবিউল হাসান (যাদু ), চেঁচুরিয়া গ্রামের রফিকুল ইসলাম আকন্দের ছেলে রবিউল ইসলাম (২৭) ও টাকাহুত গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৮)।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই