দিনাজপুরের হাকিমপুরে চলতি ইরি-বোরো মৌসুমে অভ্যন্তরীন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা খাদ্যশস্য ...
দিনাজপুরের হাকিমপুরে চলতি ইরি-বোরো মৌসুমে অভ্যন্তরীন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
উপজেলার ১০ হাজার ২২১ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১০১৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। যারা প্রত্যেককে ২৭ টাকা কেজি দরে ১ টন করে ধান গুদামে সরবরাহ করতে পারবেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই