অনিয়ম-দুর্নীতি ও কর্মচারী নির্যাতনের অভিযোগে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফ,এম মেজবাউল হকের বির...
অনিয়ম-দুর্নীতি ও কর্মচারী নির্যাতনের অভিযোগে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফ,এম মেজবাউল হকের বিরুদ্ধে ওই আদালতের কিছু কর্মচারী মানববন্ধন করেছেন।
রোববার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মূল ফটকের সামনে এই মানববন্ধনের অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে আদালতের আদালতের ভেতর থেকে এক কর্মচারী মুল ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। এনিয়ে তাঁর সঙ্গে মানববন্ধন পালনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। এরপর থানা পুলিশ মানববন্ধন পালনকারী কর্মচারীদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জহুরুল ইসলাম, ক্যাশ সরকার কামরুজ্জামান ও ড্রাইভার রাসেল সহ অন্যরা।
প্রত্যক্ষদশী ও পুলিশ ও মানববন্ধনের অংশ নেওয়া কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকাল আটটার পর থেকে আদালতের কর্মচারীরা আসতে থাকে। কিছু কর্মচারী আদালতের মূল ফটকের সামনে জড়ো হন। সকাল নয়টায় তাঁরা ব্যানার নিয়ে আদালতের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে একব্যক্তি আদালতের ভেতর থেকে এসে লোহার শাবল দিয়ে মুল ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। তখন মানববন্ধন পালনকারী কর্মচারীরা তাঁকে তালা ভাঙতে বাঁধা দেন। এনিয়ে মানববন্ধনে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এস এম শফিকুল ইসলাম।
কোন মন্তব্য নেই