জয়পুরহাটের কালাইয়ে দুই লাখ টাকার জাল নোট সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৬ মে) রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার সহকারি পু...
জয়পুরহাটের কালাইয়ে দুই লাখ টাকার জাল নোট সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৬ মে) রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলী নেতৃত্বে র্যাবের একটি দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট কোল্ড স্টোর এলাকায় দুই লাখ টাকা সহ তাদের হাতেনাতে আটক করে। আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে সক্রিয় ছিল ওই জাল টাকার কারবারিরা।
আটককৃতরা হলো ১. মোঃ মানিক আকন্দ (৩৬), পিতা-মোঃ মোসলেম উদ্দিন আকন্দ, ২. মোঃ আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪), পিতা-মোঃ নজরুল ইসলাম মিজু মিয়া প্রামানিক, উভয় সাং-তালহারা, ৩. মোঃ নায়েব আলী মৃধা লায়েব (৩৪), পিতা- মোঃ আবুল কাশেম মৃধা, সাং- গোদন কুড়ি, সর্ব থানা- সিংড়া, জেলা- নাটোর, ৪. মোঃ জাকারিয়া ফকির (৩০), পিতা- মোঃ আবু মুছা ফকির, সাং- গোড়না, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার জানান, জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজু আহমেদ/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই