কৃষিকাজের উন্নয়ন ও জলাবদ্ধতা নিষ্কাশনে জয়পুরহাটের কালাইয়ে বাইগুনি থেকে সরাইল শিমতলি পর্যন্ত ৪.৫ কিলোমিটার ভরাট খালের পুনঃখনন কাজের উদ্বোধন ক...
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা বরাদ্দকৃত এ নুনগোলা খাল নির্মাণ করা হবে।
বুধবার দুপুরে (২৬ মে) জয়পুরহাট বিএডিসির সেচ বিভাগের আয়োজনে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিনফুজুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই পৌরসভার মেয়র জনাব রাবেয়া সুলতানা কাজল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী প্রকৌশলী মতিউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী ফিরোজ আনোয়ার, কালাই ইউনিটের সহকারী প্রকৌশলী আবু তাহের, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, তরুন উদয়ীমান নেতা আসাদুজ্জামান নয়ন, পৌর ঠিকাদার রব্বানী তালুকদারসহ স্থানীয় ব্যক্তিরা।
আব্দুন নুর নাহিদ/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই