গতকাল শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পতিতা বৃত্তির অভযোগে পুলিশ বেশ কয়েকজন নারী ও পুরুষকে গ্র...
গতকাল শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পতিতা বৃত্তির অভযোগে পুলিশ বেশ কয়েকজন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে।
এ অভিযানে গ্রেফতারকৃতরা হলোঃ রোজি, হনুফা, মালেকা আসলাম, মুসা, টুম্পা, বৈশাখী, রীতা রানী, শিল্পী, ইব্রাহীম, মামুন, মোমেনা ও রোজিনা গং।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান বলেন, লুৎফর রহমানের দুই মেয়ের নেতৃত্বে নতুন হাট এলাকার অন্তত ১০ টি বাড়িতে জয়পুরহাট ও বিভিন্ন জেলা থেকে মেয়েদের নিয়ে এসে অর্থের বিনিময়ে পতিতা বৃত্তি পেশা পরিচালনা করে আসছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় ২০১২ সালের মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করার পর অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্যঃ এদের মধ্যে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের একটি পরিবার থেকেই ৪ মেয়ে এই পতিতা বৃত্তি পেশাকে দীর্ঘ দিন থেকে আকড়ে নিয়ে আছে বলেও অভিযোগ রয়েছে।
শাহিদুল ইসলাম সবুজ/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই