জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় আজ শনিবার দুটি বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ১৩ জন তরুণ-তরুণীকে আটক করেছে জয়পুরহাট সদর ...
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় আজ শনিবার দুটি বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ১৩ জন তরুণ-তরুণীকে আটক করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।
জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট সদর থানার এসআই খঃ সাব্বির আরাফাত জনি এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার দুটি বাড়ীতে জয়পুরহাট জেলার বিভিন্ন থানা এলাকা ও অন্যান্য জেলা হতে মোছাঃ হনুফা খাতুন এবং মোছাঃ রোজি টাকার প্রলোভন দেখিয়ে মেয়েদের সংগ্রহ করে পতিতাবৃত্তি ও যৌন নিপীড়নের কাজে লিপ্ত করে। এমতাবস্থায় জয়পুরহাট থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোছাঃ হনুফা খাতুন এবং মোছাঃ রোজি এর বাসার বিভিন্ন জায়গা হতে সাক্ষীদরে উপস্থিতিতে অসামাজিক কর্মকান্ডে ব্যবহৃত কনডম উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেন। উল্লেখিত ঘটনা সংক্রান্তে জয়পুরহাট সদর থানায় ২০১২ সালের মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে ৬(২)/১১/১২ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ হনুফা খাতুন (৩৫), স্বামী- মোঃ খোকন মিয়া, পিতা- মোঃ লুৎফর শেখ, ২। মোছাঃ মালেকা খাতুন (৪৮), স্বামী- মৃত আবু তাহের, পিতা- মোঃ লুৎফর শেখ, উভয় সাং- নতুনহাট শেখপাড়া, ৩। মোঃ আসলাম হোসেন (৩২), পিতা- মোঃ মন্টু মিয়া, সাং- দারিশন, ৪। মোঃ মুসা (২০), পিতা- মৃত আজিজুল হক, সাং- গোয়াল ভিটা, উভয় থানা- বদলগাছী, জেলা- নওগাঁ, ৫। মোছাঃ টুম্পা খাতুন (২২), পিতা- আঃ রশিদ, সাং- সুকনগর (শহীদ জিয়া কলেজ সংলগ্ন), থানা ও জেলা- জয়পুরহাট, ৬। মোছাঃ বৈশাখী খাতুন (২৬), স্বামী- মোঃ আঃ মালেক, পিতা- মোঃ ওসমান আলী, সাং- শান্তনগর (থানার দক্ষিণ পার্শ্বে), থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট, ৭। শ্রীমতি রীতা রানী (৩৮), স্বামী- মৃত কমল সিং, পিতা- মৃত শংকর, স্থায়ী সাং- আদাইপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ, বর্তমান সাং- বিশ্বাসপাড়া, থানা ও জেলা- জয়পরহাট, ৮। মোছাঃ শিল্পী খাতুন (২৬), স্বামী- মোঃ বাবু আক্তার, পিতা- বাবলু, স্থায়ী সাং- মালতিনগর (চানমারি ঘাট), থানা ও জেলা- বগুড়া, বর্তমান সাং- নতুনহাট শেখপাড়া, থানা ও জেলা- জয়পুরহাট, ৯। মোঃ ইব্রাহিম হোসেন (৪৫), পিতা- মৃত বদিউজ্জামান, সাং- মাত্রাই, ১০। মোঃ মামুন (৩৫), পিতা- মৃত তোফাজ্জল, সাং- নান্দাইল, উভয় থানা- কালাই, জেলা- জয়পুরহাট, ১১। মোছাঃ রোজি (৩০), স্বামী- মোঃ শাজাহান বিশ্বাস, পিতা- মোঃ লুৎফর শেখ, সাং- নতুনহাট শেখপাড়া, ১২। মোছাঃ মোমেনা খাতুন (৩২), পিতা- মোকলেছ, সাং- কুসুমপুর, থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাট, ১৩। মোছাঃ রেজিনা (২৬), স্বামী- মোঃ রেজাউল করিম, পিতা- আঃ রশিদ, সাং- উদয়পুর, থানা- কালাই, জেলা- জয়পুরহাট।
কোন মন্তব্য নেই