জয়পুরহাটের কালাইয়ে সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ময়েন উদ্দিন প্রিমিয়ার লিগ (এমইউপিএল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হ...
জয়পুরহাটের কালাইয়ে সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ময়েন উদ্দিন প্রিমিয়ার লিগ (এমইউপিএল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
এসময় বক্তব্য দেন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর আব্দুল আজিজ, পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তালুকদার, ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, আয়োজক কমিটির আহবায়ক হুমায়ুন কবির তালুকদার।
ঈদ পূনর্মিলনী উপলক্ষে এত সুন্দর একটি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করার জন্য বক্তারা আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান।
এ সময় আসাদুজ্জামান নয়ন, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক রিদোয়ান আহমেদ, নাফিউৎ জামান তালুকদার ডলার, মোসাব্বির হোসেন তুহিন, মোছাদ্দেকুল ইসলাম চঞ্চল, কোষাধ্যক্ষ আসিফ আহমেদ, রেজাউল ইসলাম, নিয়াজ মোর্শেদ, মোস্তাফিজার রহমান, হাসিবুল হাসান হিমু, হাসু উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ২০১৮ ব্যাচ রানার্সআপ এবং ২০১৪ ব্যাচ বিজয়ী হয়। এ সময় বিজয়ী দলের হাতে প্রাইজ মানির চেক তুলে দেন এমইউপিএল ক্রিকেট টুর্ণামেন্টের মেডিকেল পার্টনার মল্লিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ডাঃ আবু সালেহ মো.সামছুজ্জামান।
উল্লেখ্য, ঈদ পূনর্মিলনী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১৪ মে ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লিগ (এমইউপিএল) ক্রিকেট টুর্নামেন্ট-২১-এর ট্রফি উম্মোচন এবং ২১ পাউন্ড কেক কেটে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। ১৮টি দল এবারের আসরে অংশগ্রন করে খেলাকে প্রতিযোগীপূর্ন ও প্রাণবন্ত করে তোলে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই