এগিয়ে চল মানবতার সেবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে। শুক্র...
এগিয়ে চল মানবতার সেবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে কালাই পৌরসভা মিলনায়তনে দশম প্রতিষ্ঠাবার্ষীকি আলোচনা সভা ও ১০ পাউন্ডের কেক কাটা হয়। যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা আবদুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র জনাব রাবেয়া সুলতানা কাজল।
লাল সবুজ উন্নয়ন সংঘের জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাসেল আহম্মেদ রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খান, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ অন্যরা।
অতিথিদের বক্তব্য শেষে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল সংগঠনের কার্যক্রম নিয়ে ভার্চুয়াল বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে কালাই পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস মেরি, তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়নসহ সংগঠনের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আব্দুন নুর নাহিদ/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই