জয়পুরহাটের কালাইয়ে স্বপ্নপূরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার সকালে কালাই উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ...
জয়পুরহাটের কালাইয়ে স্বপ্নপূরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার সকালে কালাই উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম.আই মুরাদ, সাধারন সম্পাদক তাহিদ প্রিন্স, জিয়ান, সাব্বির, ফাহিম, নাইম, রাতুল, রুমি, নাতাশা, সুরভীসহ আরো অনেকে।
আয়োজকরা জানায়, রমজান ও করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, এর মধ্যে অসহায়দের জন্য উপহার সামগ্রীরও ব্যবস্থা করা হয়, সব মিলিয়ে আয়োজন ছিলো প্রায় ৩০০ পরিবারের।
গ্রামে গিয়ে একত্রিত করে কিংবা অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হয় এসব উপহার সামগ্রী।
এ সংগঠনের মুল লক্ষ্য অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়ানো বলে জানান তারা।
নিউজ ডেস্ক/ ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই