জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় একক গৃহ নির্মা...
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় একক গৃহ নির্মাণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবারের পুনর্বাসন কার্যক্রম দর্শন ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।
শনিবার (১লা মে) দুপুর ২ টায় তিনি আবাসন প্রকল্প দর্শন, আবাসন প্রকল্পের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ ও প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোবারক হোসেন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, কালাই উপজেলা (ভূমি) কমিশনার মো. মিনহাজুল ইসলাম, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক, মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক প্রমুখ।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই