‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাইয়ে ভূমি ও গৃহহীন ৫৮টি পরিবারকে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০টি ...
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাইয়ে ভূমি ও গৃহহীন ৫৮টি পরিবারকে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০টি নতুন ঘরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে নতুন এসব ঘরের নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
এ সময় তার সাথে ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিক প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাভূক্ত প্রতিটি পরিবার পাবেন ২ শতাংশ খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকায় নির্মিত নতুন ঘর। এ জন্য উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার গ্রামে অবৈধ দখলে থাকা সরকারি ২ একর ৩৪ শতাংশ জমি উদ্ধার করে সেখানে ভূমি ও গৃহহীন ৫৮টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
অপরদিকে, উপজেলার পুনট ইউনিয়নের হাটশেখা গ্রামে সরকারি জমিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০টি পরিবারকে নির্মাণ করে দেয়া হচ্ছে নতুন ঘর । ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে ২টি শয়ন কক্ষ, ১টি খোলা বারান্দা, ১টি রান্না ঘর এবং ১টি শৌচাগার থাকবে। আরও জানা গেছে, দ্বিতীয় ধাপের ঘরগুলোর নকশায় ছোটখাটো কিছু পরিবর্তন থাকবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেটও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি হয়েছে ঘর প্রতি ২০ হাজার টাক। অর্থাৎ প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা বাজেট ধরা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা করা নির্ধারণ করা হয়েছে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই