জয়পুরহাটের কালাইয়ে জাতীয় সাংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,এমপি (১৯ এপ্রিল) সোমবার বিকেল ৪ টায় ...
জয়পুরহাটের কালাইয়ে জাতীয় সাংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,এমপি (১৯ এপ্রিল) সোমবার বিকেল ৪ টায় উপজেলা ডায়বেটিস হাসপাতাল এর জায়গা নির্ধারণসহ কালাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর তফিকুল ইসলাম তৌহিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই