জয়পুরহাটের কালাই পৌরসভার পাাঁচশিরা ঠুসিগাড়ী এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ইট ভাঙার মেশিনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত ...
জয়পুরহাটের কালাই পৌরসভার পাাঁচশিরা ঠুসিগাড়ী এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ইট ভাঙার মেশিনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টায় মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার কালাইয়ের নুরুল ইসলামের ছেলে আব্দুল রাজ্জাক (৩০), চকমুড়লীর তবিজউদ্দীনের ছেলে আব্দুল হামিদ (৩৫), কলেজপাড়ার মৃত মোজাহারের ছেলে মিন্টু মিয়া (৩৫)।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিন রেজা জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই