জয়পুরহাট জেলার কালাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালাই থানা পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) রাত ১১ টায় কালাই উপজে...
জয়পুরহাট জেলার কালাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালাই থানা পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) রাত ১১ টায় কালাই উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের গেটের সামনে পাঠানপাড়া টু রাজাবিরাটগামী পাকা রাস্তার উপর হইতে ১০ পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোদা বক্সের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৭) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নয়া মিয়ার ছেলে দুদু মিয়া (৫৭)।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাব্বিউল হাসান রমি
কোন মন্তব্য নেই