করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ দেশব্যাপী বৃদ্ধি পাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জয়পুরহ...
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ দেশব্যাপী বৃদ্ধি পাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জয়পুরহাটের কালাইয়ে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরেজমিনে দেখা যায়, ১লা বৈশাখে লকডাউনের প্রথম দিনে সরকারি ছুটি থাকায় উপজেলার হাট-বাজার গুলোতে জনসমাগমের উপস্থিতি কম দেখা গেলেও বিকালবেলার সঙ্গে সঙ্গে হাট-বাজারে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই উপজেলার বাজারগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভীড়। স্বাস্থ্যবিধির বালাই নেই বাজারগুলোতে। স্বাভাবিক মতো চলতে দেখা গেছে মানুষের চলাফেরা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ দেখা গেলেও দোকান মালিকগণ নিজ নিজ দোকানের পাশে বসে চুপিসারে করছে কেনাবেচা। প্রয়োজন ছাড়াই বাজারগুলোতে মাস্কবিহীন মানুষের চলাফেরা ও রাস্তায় রাস্তায় যথেষ্ট পরিমাণ অটোভ্যান ও ইজিবাইক চলতে দেখা গেছে।
উপজেলার পৌর এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, এই লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা।
উপজেলার স্থানীয় হাট-বাজারে করতে আসা মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, গত বছর করোনার কারণে কাজ করতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। সেই ঋণের বোঝা এখনও বয়ে বেড়াচ্ছি। আবার অনেকে বলছেন, পেটে ভাত নাই, কিসের লকডাউন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক বলেন, আমরা মাঠে আছি। প্রয়োজন ছাড়া লকডাউনে বের হওয়া মানুষদের নিষেধ করা হচ্ছে। প্রয়োজনে কঠোর অবস্থানে যাওয়া হচ্ছে এবং যারা আইন অমান্য করছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে আছে। প্রয়োজনে বের হওয়া মানুষদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বাহিরে বের হতে পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলার হাট-বাজারে করোনাভাইরাস সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই