জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি কর্তৃক জয়পুরহাট জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক...
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি কর্তৃক জয়পুরহাট জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কালাই উপজেলার পাঁচশিরা মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসা,লিল্লাহ বোডিং ও এতিমখানা, হিলফুল ফুজুল সংঘ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জিন্দারপুর দারুল কোরআন আবাসিক হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে রবিবার (২৫ এপ্রিল) ১৩০ জন এতিমের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় প্রতিজনকে পুষ্টিকর খাবার হিসেবে ৫ কেজি চাল,৩ কেজি আলু, ১/২ কেজি ছোলা, ১/২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আয়োডিন যুক্ত লবণ, ১/২ লিটার তেল ও একটি করে ব্যাগ বিতরণ করা হয়।
ত্রাণ পাওয়ার পর তারা বলেন, করোনার কারণে আমরা এখন খেয়ে না খেয়ে কোন মতে দিন কাটাচ্ছি। রোজাকে সামনে রেখে খুব দুঃচিন্তায় ছিলাম। কালাই হাসপাতালের কল্যাণে আমাদের সেই চিন্তা কিছুটা হলেও শেষ হলো।
এ বিষয়ে কালাই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিন রেজা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার তিন এতিমখানায় সর্বমোট ১৩০ জন এতিমের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই