ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-...
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম.নয়ন চৌধুরী, কালাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলামসহ প্রমুখ।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই