জয়পুরহাটের কালাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ও কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক...
জয়পুরহাটের কালাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ও কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তৌহিদের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২১) এপ্রিল রাতে পুলিশের একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান শনাক্তের পর উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের আব্দুল আলীমের ছেলে অভিযুক্ত আমানুল্লাহ (১৯) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মামলার ইজাহারে বলা হয় আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ‘ময়নুল ইসলাম সাজু’ নামের ফেসবুক একাউন্ট হইতে একটি স্ক্রীনশর্ট সহ কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ কালাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ পূর্বক একটি পোষ্ট করেন।
‘ময়নুল ইসলাম সাজু’ এর ফেসবুক একাউন্ট হইতে কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজত ইসলামী বাংলাদেশ এর নেতা মামুনুল হককে নিয়ে একটি পোষ্ট করেন। ওই পোষ্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ কমেন্টস করা হলে ভাইরাল হয়ে যায়।
উক্ত ঘটনায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করায় এলাকায় লোকজনের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করা সহ অত্র এলাকায় বিশৃংখলা ও আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার কথা বলে এজাহারে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতার করা মামলায় আমানুল্লাহ নামের একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম মালিক।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই