জয়পুরহাটের কালাইয়ে ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজে...
জয়পুরহাটের কালাইয়ে ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের মোঃ তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হক, প্রাইমারি শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলম, উপজেলা ইন্সট্রাক্টর গোলাম সাত্তার, কালাই উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ফয়সাল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূর আলম, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিকসহ প্রমুখ।
উক্ত মাসিক সাধারণ সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, কালাই উপজেলা পরিষদের উন্নয়ন এবং মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারি সকল পদক্ষেপ চলমান থাকবে। তিনি আরও বলেন, আমরা জনগণের চাকর। জনগণের সেবাই হবে আমাদের সকল কর্মকর্তার মূল লক্ষ্য।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই