কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব নয়াপাড়ার জামে মসজিদ সংলগ্ন কালভার্টটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। পারাপারে যেকোনো সময় ঘটতে পার...
কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব নয়াপাড়ার জামে মসজিদ সংলগ্ন কালভার্টটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। পারাপারে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঢালাই পড়ে যাওয়ায় খালি জায়গায় রড দৃশ্যমান।
সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের পুনট বাজার হতে বফলগাড়ি, ধাপ-শিকটা, খরপা, মাদাই, তিশরাপাড়া, পাঁচগ্রামের যাওয়ার প্রধান সড়ক এটি। তাছাড়া এই সড়ক দিয়ে চলাচল করে একই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ও পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের বাসিন্দারা। পুনটের বাজার অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হওয়ায় এই বাজারে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাফেরা করে কয়েক হাজার মানুষ।ওই সড়কের পূর্ব নয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন নির্মিত কালভার্টটির অনেকাংশে ঢালাই নেই, আছে শুধু রড। যেখান দিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার লোক যাতায়াত করে।
কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, কালভার্টটি পুরনো হয়ে যাওয়ায় ঢালাই পড়ে যাওয়া শুরু করেছে। যার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
বফলগাড়ি গ্রামের মাহমুদুল হাসান বলেন,কালভার্টটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
খরপা গ্রামের মনোয়ার হোসেন বলেন, আমাদের চলাচলের প্রধান সড়ক এটি হওয়ায় ও শিক্ষা প্রতিষ্ঠান পুনটে হওয়ায় প্রতিদিন ছাত্র-ছাত্রীরা এই সড়ক দিয়ে চলাচল করে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।
পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পুঁইয়াগাড়ি গ্রামের রফিকুল ইসলাম বলেন, পুনট বাজার অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হওয়ায় এই বাজারে প্রতিদিন আমাদের এলাকার বাসিন্দারা চলাচল করে কিন্তু আমাদের চলাচলের প্রধান সড়কের কালভার্টের এই অবস্থা হওয়ায় জনসাধারণের ভোগান্তি চরমে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই কালভার্ট সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানান।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, সত্যিই কালভার্টটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ব্যাপারে আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম বলেন, সামনের মেরামত কর্মসূচির বরাদ্দ আসলেই কালভার্টের সংস্কার কাজ করা হবে।
কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, কালভার্টের সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলার প্রকৌশলীকে বলা হয়েছে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই