জয়পুরহাটের কালাইয়ে ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝ...
জয়পুরহাটের কালাইয়ে ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় করোনার প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান জানান, এবছর পৌরসভার ১০ জন উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে ২০ জন, মাত্রাই ইউনিয়নে ৪০ জন, পুনট ইউনিয়নে ২০ জন, জিন্দারপুর ইউনিয়নে ৪০ জন, উদয়পুর ইউনিয়নে ২০ জন মোট ১৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
রাব্বিউল হাসান রমি/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই